বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে অনেকটাই বিবর্ণ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের শুরু থেকেই শুধু হারের মুখ দেখে আসছিলো মাশরাফি বিন মর্তুজার দলটি। দল নিয়ে শুরু হয় বিতর্কও। গুঞ্জন ওঠে মালিকপক্ষের সঙ্গে অধিনায়ক মাশরাফির দ্বন্দ্ব নিয়েও। অবশেষে শনিবার জয় পেয়েছে কুমিল্লা।
জয়ের পর বাংলাদেশের একটি গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে কিছু কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। তার দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান তিনি।