বাংলাদেশ সফর বাতিলের পক্ষে অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়রা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশে আগামী মাসের সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এই খেলোয়াড়রা বলছেন - অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের সাথে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা মীমাংসা হবার আগে তারা যাত্রা করবেন না।
 
অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ক্রিকেটারদের সমিতি এসিএ-র প্রধান নির্বাহী এলিস্টেয়ার নিকলসনের সাথে এ নিয়ে এক বৈঠক করেছেন। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গত সপ্তাহে তাদের এক আলোচনা ভেঙে যায়। এর কারণ, কর্তৃপক্ষ ক্রিকেটারদেরকে তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয় - যে ব্যবস্থা এর আগের ২০ বছর ধরে চালু ছিল।

রিয়ালকে ২-১ গোলে হারাল ম্যানচেষ্টার ইউনাইটেড

টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এমনিতে তেমন কোনো গুরুত্ব না থাকলেও জয়টি নিশ্চিতভাবে উদ্দীপ্ত করবে ইউনাইটেডের খেলোয়াড়দের।

হাঙরের কাছে সাঁতারে হারলেন ফেলপস

অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস একটি হাঙরের সাথে সাঁতারের 'প্রতিযোগিতা' করে পরাজিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় খোলা সাগরের একটি অংশে এই ১০০ মিটার সাঁতারের 'প্রতিযোগিতা' হয়, এবং তা সম্প্রচার করে ডিসকভারি চ্যানেল।

আইকন হতে চাননি মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে তিনবারের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দু’বার ট্রফি জিতেছেন। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন একবার।

নেইমার থাকছেন: পিকে

একটা ছবি। ছোট্ট একটা ক্যাপশন। যেন তপ্ত মরুতে কোনো উদ্যান খুঁজে পেলেন বার্সেলোনা সমর্থকরা। নিজের ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে অন্তরঙ্গ একটি ছবি পোস্ট করেছেন জেরার্ড পিকে। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্যাপশন, ‘নেইমার থাকছেন’।

বিপিএলের পঞ্চম আসর শুরু ২ নভেম্বর

আগামী ২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানানো হয়।
Recent Posts Widget