ফিফা সভাপতি : আমি শতভাগ ভাল নই, কিন্তু আমি চোর না

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন যাবৎ। বিশেষত এই সংগঠনের সাবেক প্রধান সেফ ব্লাটার ও তার সঙ্গে থাকা সংগঠনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল সারাবিশ্বে। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে এখনও আছে সেই ক্ষোভের ছাপ। আর সে কারণেই বর্তমান ফিফা সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা অতীতের সকল দুর্নীতিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবে, নাকি নতুন সভাপতিও দুর্নীতিতে জড়িয়ে যাবেন?
 
এ ধরণের প্রশ্নের উত্তর বেশ সহজভাবেই দিলেন বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, কেউ শতভাগ ভাল নয়। 'পারফেক্ট' কেউ নয়। আমিও নই। তবে এতটুকু জানি, আমি কোন চোর নই।
 
এ সময় ফিফার দুর্নীতি বিষয়ে তিনি বলেন, কাজ এগিয়ে যাচ্ছে। আমরা ফিফাকে আগের বিশ্বাসযোগ্য অবস্থানে নিয়ে যেতে চাই। তবে সেটা করতে গিয়ে কোন ভুল হোক তা আমরা চাইনা। আমাদের মূল লক্ষ্য খেলাটি চালিয়ে যাওয়া। এবং সেটা নিয়মের ভেতরে থেকে। টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment

Recent Posts Widget