মাশরাফি ভক্তের কাণ্ডে পাল্টে যেতে পারে স্টেডিয়ামের চেহারা!

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে সহজেই মাঠে প্রবেশ করা যায়! তার বাস্তব প্রমাণ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে মেহেদী হাসানের মাঠে ঢুকে পড়া! ওই ম্যাচ চলকালীন প্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজাকে একবার ছুঁয়ে দেয়ার বাসনা পূর্ণ করার চেষ্টাই বোধ হয় করেন পাগলাটে এই ভক্ত।

মাশরাফি ভক্তের কাণ্ডজ্ঞানহীন এই কর্মে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা সম্প্রতি জঙ্গি উত্থানে বাংলাদেশ যখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তখন এমন ঘটনাতে ভয় পাওয়াই স্বাভাবিক। ভয় পেয়েছিলেন স্বয়ং মাশরাফিও। ওই দর্শককে দেখে দৌড়ে চলে যেতে লাগছিলেন টাইগার দলপতিও। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারেন ওই দর্শক একজন নিরীহ ভক্ত মাত্র! রোববার ( অক্টোবর) রাতে মুচলেকা নিয়ে মাশরাফি ভক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গুরুত্বপূর্ণ মুহূর্তে মেহেদীর এইঅতি ভক্তিকোনোভাবেই মানতে পারছেন না বাংলাদেশের সচেতন মানুষ। তারা প্রশ্ন তুলছেন গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির নিরাপত্তা নিয়ে। স্টেডিয়ামের এই অংশ দিয়ে ভবিষ্যতে কোনো অঘটন ঘটবে না, তারও বা নিশ্চয়তা কী? তাই এই ঘটনার পর গ্র্যান্ড স্ট্যান্ডের কাঠামোর পরিবর্তন হবে কিনা?

এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মিডিয়াকে বলেন, ‘হয়তো খুব বড় কোনো কাঠামোগত পরিবর্তন হবে না। তবে কিছু একটা হয়তো করতে হবে যাতে করে মানসিক একটা প্রতিবন্ধকতা থাকে। তবে এটাও মাথায় রাখতে হবে যে মাঠের সৌন্দর্য্য যাতে নষ্ট না হয়। আমাদের স্ট্রাকচারাল টিমের সঙ্গে ব্যাপারে আমরা কথা বলে দেখবো।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেহেদী কীভাবে মাঠে ঢুকে পড়লেন? দায়িত্ব পালনকারীদের মধ্যে কোনো অবহেলা ছিল কিনা? এসব বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী। বলেন, ‘আমরা যদি দেখি যে তার ঢোকাটা যথাযথ প্রক্রিয়ায় হয়নি, সেটা আমরা খতিয়ে দেখবো। দায়িত্বে অবহেলা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি সত্যিই কিছু বের হয় এখান থেকে, আমরা সেটা অ্যাড্রেস না করলে তো হবে না। আমি বলছি না যে তেমন কিছু হয়েছে। তবে যদি কিছু হয়, অবশ্যই ব্যবস্থা নেবো। নিরাপত্তার ব্যাপারটি পুরোপুরি সিকিউরিটি কমিটিই দেখছে। ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তারা যা সুপারিশ করবে, আমরা সে অনুযায়ী এগোবো।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভার চলছিল। ওভারের তৃতীয় বল করতে প্রস্তুত হচ্ছিলেন তাসকিন আহমেদ। মিড অনে তখন ফিল্ডিং করছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমন সময় কাণ্ডজ্ঞানহীন দর্শক (মেহেদী হাসান) ঢুকে পড়েন মাঠে। ছুটে যান মাশরাফির কাছে। তার পেছনে ছুটতে থাকেন নিরাপত্তা কর্মীরাও। মাঠ থেকে তাৎক্ষণিক সরিয়ে নেয়া হয় মেহেদীকে।

No comments:

Post a Comment

Recent Posts Widget