নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু

শুরু হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ। দুই দলই প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় পাঁচ ম্যাচের এ সিরিজ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে লড়াই। 
 
ইতোমধ্যে এক ম্যাচের টি-২০ সিরিজে নিজেদের পরীক্ষা দিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই পরীক্ষায় শতভাগ নম্বর নিয়ে পাশ করেছেন সফরকারী দক্ষিণ আফ্রিকা। লেগ-স্পিনার ইমরান তাহিরের স্পিন বিষে পড়ে ছাড়খাড় হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ফলে ৭৮ রানের জয় দিয়ে একমাত্র টি-২০ সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা। 
 
গতকাল অকল্যান্ডের টি-২০ সিরিজের একমাত্র ম্যাচে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর জবাব দিতে নেমে তাহিরের কাছে হার মানে নিউজিল্যান্ড। ২৪ রানে ৫ উইকেট নিয়ে ব্ল্যাক-ক্যাপসদের ১০৭ রানেই আটকে দেন তাহির। 
 
টি-২০তে দলের দুর্দান্ত পারফরমেন্স খুশী দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সংক্ষিপ্ত ভার্সনের পর এবার ওয়ানডেতেও দুর্দান্ত পারফরমেন্স প্রর্দশনের লক্ষ্য স্থির করা ডি ভিলিয়ার্স বলেন, ‘সফরের শুরুটা দারুণ হয়েছে। ওয়ানডেতেও শুরুটা ভালো করতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে নিজেদের ঝালিয়ে নেয়ার এটাই ভালো সুযোগ। এখানকার কন্ডিশনের সাথে ইংল্যান্ডে কন্ডিশনের ভালোই মিল আছে। তাই এই সিরিজ থেকেই নিজেদের প্রস্তুতি করতে হবে।’
 
মাত্র দেশের মাটিতে শ্রীলংকাকে পাঁচ ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড সফরে এসেছে ডি ভিলিয়ার্সের দল। তাই এ ফল এখানে ভালো পারফরমেন্সে অনুপ্রেরণা জোগাবে বলে জানান ডি ভিলিয়ার্স, ‘শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে ছেলেরা। দুর্র্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা এখানেও অব্যাহত রাখতে চায় তারা। দলের আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বড় আসরের আগে জয়ের মধ্যে থাকাটা অনেক বড় ব্যাপার।’
 
পক্ষান্তরে একমাত্র টি-২০ ম্যাচে হারটা আমলে নিচ্ছেন না নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। ওয়ানডেতে ভালো পারফরমেন্সের দিকেই নজর হেসনের, ‘এক ম্যাচ দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। সামনে পাঁচটি ওয়ানডে। এখানে আমরা ভালো করতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি ভালো খেলেছি আমরা। সিরিজ জিতেছি। ঐ সিরিজের মতই ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছে ছেলেরা। দল হিসেবে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি শক্তিশালী। তাদের ভালো মানের বোলার রয়েছে। যারা এই কন্ডিশনে মানানসই। তাদের ব্যাটিং লাইন-আপের গভীরতাও বেশ। ম্যাচ জয়ের জন্য তাদের সাতজন ব্যাটসম্যান রয়েছে। তবে আমরাও প্রস্তুত।’
 
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত টানা ১১টি ওয়ানডে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাই হ্যামিল্টনের ওয়ানডে জিতলেই টানা ১২ ম্যাচ জয়ে নিজেদের রেকর্ড আবারো স্পর্শ করবে প্রোটিয়ারা। ২০০৫ সালে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিলো দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় টানা ১২টি ম্যাচ জয়ের রেকর্ড আছে শুধু পাকিস্তানের। তবে টানা ২১ ম্যাচ জিতে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ সালে এমন অনন্য রেকর্ড গড়েছিলো অসিরা। 
 
নিউজিল্যান্ড স্কোয়াড (সম্ভাব্য) : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।
 
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (সম্ভাব্য) : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফাফ ডু-প্লেসিস, হাশেম আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, ডেন পিটারসন, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি। 
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget