মেসির চার ম্যাচ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ফিফা


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের প্রেক্ষিতে মেসির উপর চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। শুক্রবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার এই আপিলের শুনানি হয় ফিফা সদর দফতরে।



শুনানিতে উপস্থিত ছিলেন না লিও। তবে স্পেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন তিনি। গেল মার্চে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ চলাকালীন মেসির বিপক্ষে অশোভন আচরণের অভিযোগ আনে রেফারি। এর প্রেক্ষিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আন্তর্জাতিক অঙ্গন থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা।


যে কারণে বলিভিয়ার বিপক্ষে গেল ম্যাচ খেলতে পারেননি মেসি। আর সে ম্যাচে হেরে যায় আলবিসেলেস্তেরা। শুধু তাই নয় মেসির এই নিষেধাজ্ঞা বহাল থাকলে উরুগুয়ে, ভেনিজুয়েলা এবং পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ মিস করতেন সময়ের এই সেরা ফুটবলার।

No comments:

Post a Comment

Recent Posts Widget