বিশ্রামে কোহলি, এশিয়া কাপে অধিনায়ক রোহিত

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে অধিনায়ক রোহিত
আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারি হিসেবে থাকছেন শিখর ধাওয়ান।  

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহার মৃত্যুর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিষয়ক আলোচনা কিছুটা স্থবির হয়ে পড়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক এই চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিরতি দিয়েছিল বিসিবি। 

এশিয়া কাপ দিয়ে ফিরছেন মালিঙ্গা

এশিয়া কাপ দিয়ে ফিরছেন মালিঙ্গা
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন মালিঙ্গা। ৩৫ বছর বয়সী মালিঙ্গা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

Brazil vs Argentina Next Match Schedule As per Bangladesh Time - BST

Most of the Bangladesh football fans are searching about on which time Brazil vs Argentina Foot Ball Match Schedule As Per Bangladesh Time, starting in Bangladesh and Which TV channels the live coverage of the match in Bangladesh country.

Next Match Is 

ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নিষিদ্ধ নাসির জামসেদ

ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নিষিদ্ধ নাসির জামসেদ
পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্রিকেটার নাসির জামসেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগে (পিসিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণেই তাকে নির্বাসিত করেছে সেদেশের ক্রিকেট বোর্ড।

আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল, নেই মেসি

আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল, নেই মেসি
সেপ্টেম্বর মাসে মার্কিন মুলুকে দুটি প্রদর্শনী ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। এই ইঙ্গিত  আগেই পাওয়া গিয়েছিল। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।
মেসির পাশাপাশি গঞ্জালো হিগুয়াইন, সের্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল দি মারিয়াকেও দলে রাখেননি স্কালোনি।

ব্রাজিল দলে নেইমার, নেই মার্সেলো-জেসুস!

ব্রাজিল দলে নেইমার, নেই মার্সেলো-জেসুস!
যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছেন ব্রাজিল কোচ তিতে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন। বাদ পড়েছেন মার্সেলো, মিরান্ডা, জেসুসের মতো ফুটবলাররা।

শিরোপা জেতা হলো না বাংলাদেশের

শিরোপা জেতা হলো না বাংলাদেশের
মাত্র সাত মাসের অনুশীলনেই পাকিস্তান, নেপাল ও ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে তারা। তবে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জয় হলো না বাংলাদেশের। 
শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। অথচ গতবার এই ভারতকেই ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। 
আজকের খেলায় বাংলাদেশ গোল হজম করেছে ৬৬ মিনিটে। কর্নার থেকে বল ধরে গোলমুখে ক্রস ফেলেন সিলকি দেবি। আর চলন্ত বলে সুনিতা মুন্দের প্লেসিং আশ্রয় নেয় বাংলাদেশের জালে। 
ইত্তেফাক/জেডএইচ

Nidahas Twenty20 Tri-Series On Live

http://c247.to/live.php?ch=Star_Sports2
নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বাংলাদেশ ২০১৬ সালে ভারতের বিপক্ষে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার ৮ উইকেটে হেরে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি।
Recent Posts Widget