মেসি আর ফিরবেই না: পরিবারের দাবি



ফিরে আস মেসি’ - শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এমন আকুতি মেসি ভক্তদের যার রেশ এখনো চলছে কিন্তু অবসর ভেঙে কি সত্যিই ফিরে আসবেন মেসি? সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সি গায়ে উরুগুয়ে ভেনিজুয়েলার বিরুদ্ধে দেখা যাবে তাকে? তা নিয়ে রয়েছে ঢের সংশয় সেই সংশয় আরও বাড়িয়ে তুলেছে মেসির পরিবারই পরিবারের দাবি, মেসি আর ফিরবে না

গোলডটকম দেয়া সাক্ষাতকারে মেসির পরিবার দাবি করেছে, ‘মেসির কোন পরিকল্পনাই নেই পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ার। এখন জাতীয় দলের অংশ নয় মেসি।’ 
আর্জেন্টিনার পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টিনার গভর্নিং বডি চেয়েছিল, কোচ কে হবেন, তাতে যেন থাকে মেসির মতামত। কিন্তু মেসির পরিবার প্রসঙ্গে বলেছে, ‘কোন কোচ নিয়োগ বা বরখাস্তে মেসি কোন ভূমিকা রাখবে না।আর্জেন্টিনার পরবর্তী কোচ পদের জন্য এগিয়ে আছেন জর্জ সাম্পাওলি মার্সেলো বিয়েলসা

আগামী সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা মোকাবেলা করবে উরুগুয়ের। এর পাঁচদিন পর ভেনিজুয়েলার মুখোমুখি হবে ম্যারাডোনার উত্তরসূরীরা। এর আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে সবার চোখ মেসির দিকেই। ফিরবেন মেসি, নাকি মেসি ছাড়াই রাশিয়া বিশ্বকাপ মিশনের বাকি ম্যাচগুলো খেলবে আর্জেন্টিনা

News collect from : banglamail24
Recent Posts Widget