টেস্টে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান

প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। বৃষ্টিতে ত্রিনিদাদ টেস্ট ড্র হতেই পাকিস্তানের র‌্যাংকিংয়ে পরিবর্তন আসে।

আর এ কারণে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে। গত সপ্তাহে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ২-২ এ ড্র করে দ্বিতীয় স্থানে উঠেছিল পাকিস্তান। আর ভারত সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়ায় শীর্ষস্থানে উঠেছিল।

সেটি ধরে রাখতে ত্রিনিদাদে শেষ টেস্টে জিততেই হতো তাদের। কিন্তু বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের দরুন চারদিনের বেশি খেলা না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ত্রিনিদাদ টেস্ট শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১২। টেস্ট ড্র হওয়ায় কমে গেছে ২ পয়েন্ট।

ইংল্যান্ড সিরিজ শেষে ১১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পাকিস্তান উঠে গেছে এক নম্বরে।

পাকিস্তানের সাফল্য গত দুই বছরে তাদের ধারাবাহিকতার ফসল। ২০১৪ সালের আগস্টে তারা ছিল ছয় নম্বরে। এরপর আর কোনো টেস্ট সিরিজ হারেনি মিসবাহ-উল-হকের দল।

পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০ তে; শ্রীলংকায় জিতেছে ২-১ ব্যবধানে। বাংলাদেশে ১-০ তে, সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে হারিয়েছে ২-০ তে, সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সবশেষ ইংল্যান্ডের মাটিতে। ক্রিকইনফো।

টেস্ট র‌্যাংকিং
১. পাকিস্তান (১১১ রেটিং পয়েন্ট)
২. ভারত (১১০)
৩. অস্ট্রেলিয়া (১০৮)
৪. ইংল্যান্ড (১০৮)
৫. নিউজিল্যান্ড (৯৯)
৬. শ্রীলংকা (৯৫)
৭. দক্ষিণ আফ্রিকা (৯২)
৮. ওয়েস্ট ইন্ডিজ (৬৭)
৯, বাংলাদেশ (৫৭)
১০. জিম্বাবুয়ে (৮)
Recent Posts Widget