২০২০ সালে পৃথকভাবে আয়োজিত হবে নারী-পুরুষ টি-২০ বিশ্বকাপ

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী ও পুরুষ টোয়েন্টি-২০ বিশ্বকাপ আসরটি আলাদা আলাদাভাবে আয়োজিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
 
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বেশ কিছু বিষয় নারী ও পুরুষ বিভাগে একত্রেই করার চেষ্টা করা হয়েছে। এমনকি ৩ এপ্রিল কলকাতায় ফাইনাল ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী বিগ ব্যাশ লীগ টোয়েন্টি-২০ প্রতিযোগিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে আসন্ন আয়োজনটি পুরুষদের বিশ্বকাপের ছয়মাস আগে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেপ টাউনে আইসিসি'র গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
 
নারী ক্রিকেটকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি গভর্নেন্স কমিটির চেয়ারম্যান ডেভিড পিভার। তাদের মতে এর মাধ্যমে দুটি ভিন্ন আসরে দর্শক সংখ্যাও ভিন্ন মাত্রায় বৃদ্ধি পাবে। তাছাড়া টেলিভিশনের সম্প্রচারের বিষয়টিও এখানে গুরুত্ব দেয়া হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/

No comments:

Post a Comment

Recent Posts Widget