নেইমার নৈপুণ্যে ব্রাজিলের বড় জয়

বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের নৈপুণ্যে বলিভিয়াকে ৫-০ গোলে হারাল ব্রাজিল। বৃহস্পতিবার ম্যাচের শুরুতে গোল করেন নেইমার। এরপর গ্যাব্রিয়েলের গোলেও এসিস্ট করেন।
 
তবে সুযোগ ছিলো ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি ব্রাজিল।  এর ঠিক তিন মিনিট পরেই শুরুটা করেন নেইমার।
ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল কেড়ে বাড়ান জেসুসকে। ওয়ান-টু-ওয়ান পাসে শেষ পর্যন্ত বল জালে পাঠান নেইমারই।
 
১৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকরা। জুলিয়ানোর পাসে জালে বল পাঠান লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনিয়ো।
 
এরপর ৩৯তম মিনিটের গোলেওবড় অবদান নেইমারের। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের বাধায় পড়ে যাওয়ার আগেই বল বাড়িয়েছিলেন ডি-বক্সে। সেখান থেকেই গোলমুখে শট নেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইসের।
 
প্রথমার্ধের শেষ দিকে নেইমার জাদু্তে গোল করেন ১৯ বছর বয়সী জেসুস। ব্রাজিলের হয়ে নেইমারের গোলসংখ্যা এখন ৪৯। জিকোকে ছাড়িয়ে এখন এককভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। সামনে এখন রোমারিও, রোনালদো আর পেলে। গোল ডটকম

No comments:

Post a Comment

Recent Posts Widget