দলের দুর্দিনে ‘অসহায় আত্মসমর্পণ’ মাহমুদুল্লাহ রিয়াদের

নতুন পরিবেশ, অভিজ্ঞতা নাকি শক্তিশালী প্রতিপক্ষ; কি কারণে জ্বলছে না বাংলাদেশ দলের মিস্টার কুল ম্যান খ্যাত মাহমুদুল্লাহর ব্যট। খেয়াল করে দেখুন গেল, বাংলাদেশ প্রিমিয়ার লীগে বেশ দারুণই ছিল মাহমুল্লাহর ব্যাট। বিপিএলে প্রথম বারের মতো অংশ নেওয়া খুলনা টাইটান্সকে একাই টেনে তুলে তিনি। কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে বার বারই নিজের শ্রেষ্ঠত্বে প্রমাণ দিয়েছেন ওয়ান ম্যান আর্মি খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
 
বিপিএলে ব্যাটে বলে দারুণ ছন্দে থাকা রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও অপরাজিত ৪৩ রান ছাড়া বল হাতে নিয়েছেন ১ উইকেট। কিন্তু মূল খেলায় এসেহ খেই হারিয়ে দলকে যেমন চিন্তায় রেখেছেন, সমভাবে চিন্তায় ফেলেছেন পুরো দেশকে।

কিউদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা।নিয়েছেন মাত্র ১ রান। বলা চলে নিউজিল্যান্ডের মাঠ মাহমুদুল্লার জন্য নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কিউয়ের নেলসনে খেলেছেন তিনি।

No comments:

Post a Comment

Recent Posts Widget