টানা চতুর্থবার ওয়েলসের বর্ষসেরা বেল

টানা চতুর্থবারের মত ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। গত সাত বছরে অবশ্য এটা ষষ্ঠ।
 
মঙ্গলবার ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) এক অনুষ্ঠানের মাধ্যমে বেলের হাতে এই পুরস্কার তুলে দেয়। 
 
২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের অবশ্য পুরস্কারটা পাওনা ছিল। ওয়েলসকে প্রথমবারের মত ইউরোর সেমিফাইনালে ওঠানোর মূল কৃতিত্ব তো তারই। এবারের আসরে গ্রুপ পর্বে তিনি তিনটি গোল করেছেন। মাদ্রিদের হয়ে জিতেছেন দ্বিতীয় চ্যাম্পিয়নস লীগ শিরোপা। ওয়েলসের জার্সি গায়ে খেলেছেন ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ। সম্প্রতী মাদ্রিদের সাথে নতুনভাবে চুক্তি করেছেন। ওয়েলসের হয়ে ইয়ান রাশের সর্বকালের সর্বোচ্চ গোলসংখ্যা ২৮টি ধরতে এখন আর তিনটি গোল বাকি রয়েছে বেলের।
 
খেলোয়াড় ও সমর্থকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড়ের দুটি পুরস্কার অবশ্য জিতে নিয়েছেন স্টোক সিটি মিডফিল্ডার জো এ্যালেন। এছাড়া এফএডব্লিউ বিশেষ এ্যাওয়ার্ড পেয়েছেন ওয়েলসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উন্নীত করা কোচ ক্রিস কোলম্যান। ১৯৫৮ সালের পরে এটাই বড় কোন টুর্ণামেন্টে ওয়েলসের অংশগ্রহণ ছিল। বাসস

No comments:

Post a Comment

Recent Posts Widget