নেইমার ও কুটিনহোর সঙ্গে খেলতে চান তোরে

জাতীয়তা পরিবর্তন করে ব্রাজিলের নাগরিকত্ব নিয়ে নেইমার ও ফিলিপ কুটিনহোর সঙ্গে ম্যাচ খেলতে চান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। কৌতুক করেই এ মন্তব্যটি করেছেন আইভরি কোস্টের সাবেক এই অধিনায়ক। 
 
দেশের হয়ে ১০২ টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া এই ফুটবল তারকা ২০১৫ সালে দেশকে এনে দিয়েছেন আফ্রিকা নেশন্স কাপের শিরোপা। এই মুহুর্তে নেইমার যেমন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নৈপুন্য প্রদর্শন করছেন তেমনি আরেক ব্রাজিলীয় কুটিনহো লিভারপুলকে একের পর এক সফলতা এনে দিতে দারুন ভুমিকা রাখছেন। 
 
এদের নিয়েই কোচ তিতের তত্বাবধানে গঠিত ব্রাজিলীয় জাতীয় দল এখন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। বিশ্বকাপের বাছাইপর্বে চার পয়েন্টের ব্যবধান রচনা করে ব্রাজিল এখন কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
 
তোরে বলেন, ব্রাজিলের এই দুই খেলোয়াড়ের সঙ্গে খেলতে চান তিনি। কৌতুক করে বলেন, ভবিষ্যতে তিনি দক্ষিন আমেরিকার এই জায়ান্ট দেশটিতে খেলার পথ খুঁজছেন।
 
গ্লোবোকে তিনি আরো বলেন, নেইমার ও ফিলিপ কুটিনহোর সঙ্গে আমি খেলতে চাই। এ জন্য আমি হয়তো আমার পাসপোর্টটিই পাল্টে ফেলব।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget