ভারতের মাটিতে বোথামের পর ও’কিফই সেরা বিদেশী বোলার

পুনে টেস্টে ভারতের বিপক্ষে দু’ইনিংস মিলিয়ে ২৮ দশমিক ১ ওভারে ৭০ রানে ১২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে সেরা ম্যাচ বোলিং ফিগারের দ্বিতীয়স্থানে নাম লেখালেন তিনি। 
 
ও’কিফের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাই টেস্টে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। তিনি ৪৮.৫ ওভার বোলিং করেছিলেন । 
 
বোথামের পরই এতোদিন দ্বিতীয়স্থান ধরে রেখেছিলেন পাকিস্তানের ফজল মাহমুদ। ১৯৫২ সালে লক্ষ্ণৌ টেস্টে ৫১ দশমিক ৪ ওভারে ৯৪ রানে ১২ উইকেট নিয়েছিলেন ফজল। 
 
আর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার মধ্যে সেরা ম্যাচ বোলিং ফিগারের নয়া রেকর্ড গড়লেন ও’কিফ। এতে পেছনে পড়ে গেলেন অ্যালান ডেভিডসন। ১৯৫৯-৬০ মৌসুমে কানপুর টেস্টে ১২৪ রানে ১২ উইকেট নিয়েছিলেন ডেভিডসন। 
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget