পাকিস্তানে ক্রিকেট ফেরায় খুশি ওয়াসিম আকরাম

ওয়েস্ট ইন্ডিজ রাজি হওয়ায় আগামী নভেম্বরে একটি টি-২০ সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে শ্রীলংকা এবং বিশ্ব একাদশ লাহোরে একটি তিন ম্যাচের টি-২০ সিরিজ ছাড়া নভেম্বরে ক্যারিবীয় দলের সফরের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এমন সংবাদ পেয়েই দেশটির সাবেক গ্রেট টুইটার হাতে তুলে নিয়েছেন এবং দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০০৯ সালে শ্রীলংকাদল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট দলগুলো পাকিস্তান সফর বর্জন করে আসছে।
 
 
টুইট বার্তায় আকরাম লিখেছেন,‘আমি সামনে থেকে আমার নায়কদের খেলা দেখে বড় হয়েছি। এখন বর্তমান প্রজন্মও একই ভাবে দেখার সুযোগ পাবে, ইনশাল্লাহ পাকিস্তানে ক্রিকেট ফিরছে।’
অপর দিকে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তান সফরে আসা বিশ্ব একাদশের নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি-বিশ্ব একাদশ পাকিস্তান সফরে আসছে। আইসিসির সদস্য সকল দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে বিশ্ব একাদশ। বিশ্ব একাদশ লাহোরে আসলে শ্রীলংকা দলও আসবে এবং এটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে দেবে।
 
সপ্তাহব্যাপী এ সফরে ১৫ সদস্যের বিশ্ব একাদশ দলের জন্য পাকিস্তান সরকার একজন সরকার প্রধানের সমতুল্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সফরকারী দলটির কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার। বাসস

No comments:

Post a Comment

Recent Posts Widget