সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ঘুরে দাঁড়াবে : গার্দিওলা

বৃহস্পতিবার আকস্মিক এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে পুরো বার্সেলোনা শহর। অকস্মাৎ এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন, এছাড়া শতাধিক মানুষ হয়েছেন আহত। কিন্তু এই ধরনের হামলা এ শহরকে থামিয়ে রাখতে পারবেনা বলেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।
 
ম্যানচেস্টার সিটির এই ম্যানেজার বলেন, আমি নিশ্চিত এই শহর ও এই দেশ আবারো ঘুরে দাঁড়াবে ও সামনে এগিয়ে যাবে। আশা করছি শুধুমাত্র বার্সেলোনায় নয় সারা বিশ্বে আর কখনই এই ধরনের ঘটনা ঘটবে না।
 
বৃহস্পতিবার বার্সেলোনার অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত পর্যটন এলাকা লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে ইচ্ছে করে ভ্যান চালিয়ে এই সন্ত্রাসী হামলা করা হয়। এছাড়াও নিকটবর্তী আরেক শহর ক্যামব্রিলসেও পৃথক হামলা করা হয়। স্প্যানিশ পুলিশ এই ঘটনা সন্দেহভাজন চারজনকে আটক করেছে ও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget