ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার ইমরুল কায়েসকে হারিয়েছে বাংলাদেশ।
রানের খাতা খোলার আগেই তিনি হেনরির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তামিম
ইকবালের সঙ্গে ব্যাট করছেন সাব্বির রহমান। দু’জন ভালই টানছিলেন দলকে।
কিন্তু ব্যক্তিগত ১১ রানে তামিম আউট হলে ফের বিপদ শুরু হয় টাইগারদের। পরের
ওভারেই ফার্গুসনের বলে ১৬ রান করা সাব্বির রহমানও হাটেন সাজঘরের পথে।
কিন্তু তার বিদায়ের পর বিপদ আরও বাড়িয়ে ব্যর্থ সৌম্য সরকার শূন্য রানেই
ফার্গুসনকে উপহার দেন দ্বিতীয় উইকেট।
No comments:
Post a Comment