সুযোগ কাজে লাগাতে চান হাথুরুসিংহে

শ্রীলংকার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু দু’দলের লড়াইয়ের ইতিহাস খুবই একতরফা। ১৬ টেস্টের ১৪টিতে জিতেছে বাংলাদেশ। বাকি দুটি ড্র হয়েছে। তবে সময়ের সঙ্গে দৃশ্যপটে এসেছে পরিবর্তন।

বাংলাদেশ দল এবার শ্রীলংকায় গেছে টেস্ট জয়ের আশা নিয়ে। লক্ষ্যটা মোটেও অবাস্তব নয়। কারণ সাম্প্রতিক সময়ে টেস্টে শ্রীলংকার সবচেয়ে অনভিজ্ঞ দলটিকে এবার পাচ্ছে বাংলাদেশ। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অবসরের পর তারুণ্যনির্ভর দলটি এখনও ক্রান্তিকালীন সময় পার করছে। তার ওপর নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই চোটের কারণে। দুই টেস্টের সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। অন্যদিকে বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক পরিণত। ওয়ানডের গতিতে না হলেও ক্রমশ উন্নতি হচ্ছে টেস্টেও। আগের দিন হেরাথ নিজেই বলেছেন, ‘শ্রীলংকা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই।’ সব মিলিয়ে শ্রীলংকার মাটিতে টেস্ট জয়ের সেরা সুযোগ এটিই।


প্রশ্ন হল বাংলাদেশ কি পারবে সুযোগটা কাজে লাগাতে? অধিনায়ক মুশফিকুর রহিমের মতো কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দারুণ আশাবাদী। গত তিন বছরে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। এবারের শ্রীলংকা সফরকে সেই উন্নতির প্রমাণ রাখার সুযোগ হিসেবে দেখছেন হাথুরুসিংহে। নিজে লংকান হয়ে ছক কষছেন লংকাবধের! প্রধান কোচের মতো বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশিরভাগই শ্রীলংকান। তাদের কাছ থেকে স্বাগতিকদের অনেক হাড়ির খবরই জেনে গেছেন মুশফিকুররা। তবে অনভিজ্ঞ শ্রীলংকার বিপক্ষে নিজেদের কাজটা খুব সহজ মনে করছেন না মুশফিকুর, ‘কোচিং স্টাফদের কাছ থেকে প্রতিপক্ষ সম্পর্কে সব তথ্যই আপনি জানতে পারেন। কিন্তু সেটা কাজে লাগানোর দায়িত্ব খেলোয়াড়দের। এটাই আসল চ্যালেঞ্জ। আপনারা বলতে পারেন অতীতের চেয়ে এবার আমাদের জেতার সম্ভাবনা বেশি উজ্জ্বল। কারণ শ্রীলংকার কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান অবসর নিয়েছেন। অনভিজ্ঞ দলটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। কিন্তু আমরা জানি, নিজেদের কন্ডিশনে শ্রীলংকাকে হারানো সহজ নয়। তবে আমরা কতটা এগিয়েছি, অবশ্যই সেটা প্রমাণ করতে চাইব।’

গত পরশু শ্রীলংকায় নিজেদের প্রথম সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহেও একই কথা বলেছেন। বাংলাদেশের উন্নয়নে নিজের দেশের অবদানের কথা উল্লেখ করেই শ্রীলংকার বিপক্ষে ইতিহাস বদলানোর লক্ষ্যটা জানালেন হাথুরু, ‘অন্য যে কোনো দলের চেয়ে শ্রীলংকার বিপক্ষে বেশি টেস্ট খেলেছি আমরা। আমি যখন শ্রীলংকা দলে খেলতাম, বাংলাদেশ এখন ঠিক সেই অবস্থানে আছে। সাফল্য পাওয়া শুরু করেছি আমরা। আমরা কতদূর এগিয়েছি, সেটা দেখানোর একটি সুযোগ এই সফর। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে খুব ভালো সুযোগ আছে আমাদের।’

No comments:

Post a Comment

Recent Posts Widget