দেশে ফিরে ফের ক্রিকেট খেলার বিষয়ে যা বললেন মোহাম্মদ আশরাফুল

নিষেধাজ্ঞা থেকে আবারও ক্রিকেটে ফেরাকে নিজের পুনর্জন্ম বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার সকালে লন্ডন থেকে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই এ কথা বলেন এ লিটল মাস্টার। আশরাফুল বলেন, এটা আমার পুনর্জন্ম। দেশকে এখনও অনেক কিছু দেয়ার আছে।
বিপিএলের দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। এরপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আজ (শনিবার)  ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত সব ম্যাচ ধরনের ঘরোয়া ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও খেলতে পারবেন তিনি।
তবে আরও দুই বছর নিষিদ্ধ থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে। জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আইসিসির সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে কোনো প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।
Recent Posts Widget