মাশরাফিকে আইসিসির অভিনন্দন

ব্যাটে-বলে মাশরাফির দাপুটে পারফর্মেন্সে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার এই পারফর্মেন্সে অভিনন্দন জানিয়েছে আইসিসিও।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এক টুইটবার্তায মাশরাফিকে অভিনন্দন জানান।
https://twitter.com/ICC/status/785238409660895232?ref_src=twsrc%5Etfw
Click picture for ICC twitter page

মাশরাফির প্রশংসা করে আইসিসি টুইটারে লেখে, বাংলাদেশের অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কি কঠিন লড়াইটা না করলো। কি দারুণ পারফর্মেন্স মাশরাফি মর্তুজার!
রবিবার ব্যাট হাতে মাঠে নেমে ২৯ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার মতো রান এনে দেন মাশরাফি। পরে বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়।

No comments:

Post a Comment

Recent Posts Widget