চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট শেষ

আগামী বছরের ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে লন্ডনের কেনিংটন ওভালের ওই ম্যাচের সবগুলো টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। 
 
অনলাইনে টিকিট বিক্রির প্রথম ধাপেই শেষ হয়ে যায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের টিকিট। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কোন কোন ম্যাচের টিকিট এখনও বাকী আছে, সেই ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ঐ তালিকা প্রকাশ করে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের নিজস্ব ভেরিফাইড সাইটে এ তথ্য দেয় আইসিসি।
 
বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের পাশাপাশি আরও চারটি ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে। ৪ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। এছাড়া ১০ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ১৮ জুন ফাইনাল ম্যাচের সব টিকিট ইতোমধ্যে কিনে নিয়ে ক্রিকেটপাগল ভক্তরা। 
 
প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। 
 
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের পর ৫ জুন লন্ডনের কেনিংটন ওভালের অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ দু’ম্যাচের টিকিট এখনো বাকী আছে। 
 
ইত্তেফাক/

No comments:

Post a Comment

Recent Posts Widget