ইংল্যান্ডকে নিয়ে উদ্বিগ্ন ভন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পারফর্ম করতে ব্যর্থ হলে ভারতের কাছে টেস্ট সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধনে হারবে বলে জানালেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি বিবিসি রেডিও ৫ লাইভে এমন মন্তব্য করেন ভন।
 
তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে যেভাবে পারফর্ম করছে, এমন হলে ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ ৫-০ ব্যবধানে হারবে ইংল্যান্ড।’ 
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ রানে জিতে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম চারদিন ইংল্যান্ডের সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ।
 
প্রতিপক্ষ শিবিরে কাপুনি ধরিয়ে দিয়ে ম্যাচ জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করে ফেলেছিলো টাইগাররা। চতুর্থ দিন শেষে হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ জয়ের সমীকরণ ৩৩ রানে নামিয়ে আনে বাংলাদেশ। কিন্তু পঞ্চম দিনের প্রথম ২১ মিনিট বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
 
১৪ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের এমন পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিষ্টার কুক। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘ম্যাচে এত প্রতিদ্বন্দ্বিতা হবে, ভাবতেই পারিনি।’ আর বাংলাদেশের এমন লড়াই দেখে ইংলিশদের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড তো বলেই দিয়েছেন, ‘তার ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের মধ্যে এটি জায়গা করে নিলো।’
 
তবে ইংল্যান্ডের পারফরমেন্সে উদ্বিগ্ন ইংল্যান্ডে সাবেক অধিনায়ক ভন। দলের পারফরমেন্সে হতাশ হয়ে ভন বলেন, ‘দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের পারফরমেন্সে যদি এমনই হয়, তবে আমি নিশ্চিত ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৫-০ ব্যবধানে হারবে দল। ব্যাটিং-এ ৩০-৪০ রান করতে গিয়ে ইংল্যান্ডের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। ভারতের বিপক্ষেও এমন ঘটলে সিরিজ বড় ব্যবধানে হারবে ইংল্যান্ড।’
 
ভারতের মাটিতে ভালো খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ভালো খেলার পরামর্শ দিলেন ভন, ‘জয় পেতে হলে ইংল্যান্ডকে ভালো খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো ক্রিকেট খেলতে হবে। নয়তো খারাপ কিছুর সম্মুখীন হতে হবে তাদের।’
 
ভনের মত ইংল্যান্ডের পারফরমেন্স নিয়ে চিন্তিত ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসও। তাই দলের ব্যাটসম্যান ও বোলারদের আরও ভালো করার পরামর্শ দিলেন তিনি, ‘লাইন-লেন্থে আমাদের স্পিনারদের আরও ধারাবাহিক হতে হবে। ব্যাটসম্যানদেরও আরও সচেতন হতে হবে। স্পিনারদের ঠিকমত সামলাতে পারেনি তারা।’
 
আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ সফর শেষ করে আগামী মাস থেকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৯ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget