তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

বাংলাদেশ সফরে দুই টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই, অথচ ভারতে দুই দিনেই তিন সেঞ্চুরি করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট-মঈন আলী-বেন স্টোকস। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন রুটের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। 
 
রুট ১২৪, মঈন ১১৭ ও স্টোকস ১২৮ রান করেন। দিন শেষে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিন শেষে এখনো তারা পিছিয়ে আছে ৪৭৪ রানে।
 
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে ইংল্যান্ডের দলীয় স্কোরগুলো ছিলো ২৯৩, ২৪০, ২৪৪ ও ১৬৪। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৫ রান এসেছিলো স্টোকসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন মঈন। বাংলাদেশ বোলারদের কাছে রীতিমতো অসহায় ছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা।
 
তবে ভারতের মাটিতে সেই ভঙ্গুর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দুর্দান্ত জবাব দিচ্ছেন। ১৮০ বলে প্রথম দিনই ১২৪ রানের ইনিংস খেলেন রুট। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মঈন। দ্বিতীয় দিনের তৃতীয় বলে ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ভারতের বিপক্ষে প্রথমবারের মত তিন অংকের স্বাদ নিয়ে ১১৭ রানে থামেন মঈন। তার ২১৩ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি ছিলো। 
 
রুট ও মঈনের সেঞ্চুরি প্যাভিলিয়নে ও ক্রিজে থেকেই দেখেছেন স্টোকস। তাই সতীর্থদের পথ অনুসরণ করে সেঞ্চুরির স্বাদ পান তিনিও। তবে এর পেছনে ভারতীয় ফিল্ডারদেরও অবদান অনেক বেশি। তিনবার জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলেন স্টোকস। শেষ পর্যন্ত ১২৮ রানেই থামতে হয় তাকে। এছাড়া জনি বেয়ারস্টো ৪৬ ও জাফর আনসারি ৩২ রান করেন। ফলে ৪ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করে ৫৩৭ রানে গিয়ে থামে ইংল্যান্ড। 

No comments:

Post a Comment

Recent Posts Widget