সরফরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চান আফ্রিদি

উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখতে চান দেশটির সাবেক দলপতি শহিদ আফ্রিদি।  তিনি বলেন, ‘ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হবার যোগ্যতা রাখে সরফরাজ।’
সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না পাকিস্তান। আর সেই দায়টা গিয়ে পড়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও ওয়ানডে অধিনায়ক আজহার আলীর উপর। তাই এই দু’ফরম্যাট থেকে মিসবাহ ও আজহারকে সরিয়ে দেয়ার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হবে, তা নিয়ে এখনো কিছু ভাবেননি পিসিবি।

 
তাই টেস্ট, ওয়ানডেতে সরফরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন পাকিস্তানের সাবেক দলপতি আফ্রিদি, ‘যদি বোর্ড সরফরাজকে পাকাপাকিভাবে তিন ফরম্যাটের অধিনায়কত্ব দিয়ে দেয়, তবে লাভবান হবে পাকিস্তানের ক্রিকেট। দলের অধিনায়কত্ব করার সকল যোগ্যতা তার মধ্যে আছে।’
সফরাজের প্রশংসা করে আফ্রিদি আরও বলেন, ‘পাকিস্তান দলের লড়াকু খেলোয়াড় সরফরাজ। গেল কয়েক বছর সেই প্রমাণও দিয়েছে সে। ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংস খেলেছে সরফরাজ। দলের বিপদে শক্ত হাতে হালও ধরেছে সে। তাই আমার মনে হয় পাকিস্তানের অধিনায়কত্বটাও ভালোভাবে সামলাতে পারবে সরফরাজ।’
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget