সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

আসন্ন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে রেঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা। তবে কিউইদের বিপক্ষে সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হবেনা মাশরাফিদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সব সমীকরণ জানিয়েছে আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসির ঘোষিত রেঙ্কিংয়েই নির্ধারন হবে ২০১৯
বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাচ্ছে কোন দেশ। কিন্তু অপেক্ষার সেই পথ নিউজিল্যান্ড সফরেই শেষ করে নেয়ার সুযোগ বাংলাদেশের। ওয়ানডেতে কিউইদের ৩-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলেই রেঙ্কিংয়ের সেরা সাতে থাকা নিশ্চিত করে পেয়ে যাবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট।  ব্ল্যাকক্যাপদের হোয়াইট ওয়াশ করতে পারলে টাইগারদের রেটিং পয়েন্ট দাড়াবে ১০০। যদিও Ranking অবস্থানের কোন পরিবর্তন হবে না  লঙ্কানদের চেয়ে ১ পয়েন্ট কমে সাতেই থাকবে লাল সবুজের দল। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে হবে ৯৭। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলে কোন পয়েন্ট না হারিয়ে ৯৫ই থাকবে। আর ৩-০তে হেরে গেলে তা কমে দাড়াবে ৯১তে। তবে তাতেও বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা খোলা থাকবে সাকিব-মোস্তাফিজদের সামনে। কেননা এই ফলের পরও বাংলাদেশের আপাতত রেঙ্কিয়ের কোন পরিবর্তন হবেনা। তাই আয়োজক ইংল্যান্ডসহ সেরা আট দলে থাকতে কঠিন প্রতিদ্বন্দীতা হতে পারে পাকিস্তান ও ওয়েন্ট ইন্ডিজে। তাদের পয়েন্ট যথাক্রমে ৮৯ ও ৮৬।  আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক ইংল্যান্ড ছাড়া রেঙ্কিংয়ের সেরা ৭ দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে অংশ নেবে। আর রেঙ্কিংয়ের পরের ৫ দল থেকে ২টি দল যাবে বাছাই পর্ব খেলে।

No comments:

Post a Comment

Recent Posts Widget