হঠাৎ আন্দ্রে রাসেলের হাতে ভয়ঙ্কর কালো ব্যাট ?

সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে মুখোমুখি সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। টস হেরে আগে ব্যাট করছিল থান্ডার। বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের হয়ে ছয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। হঠাৎ চমকে ওঠেন সবাই। রাসেল মাঠে নামলেন হাতে ভয়ঙ্কর কালো ব্যাট নিয়ে।

সাধারণত এই ধরনের ব্যাট দিয়ে কাউকে খেলতে দেখা যায় না। রাসেলের সেই ব্যাটের অগ্রভাগের রং কালো, আর গোড়ার অংশটাতে গোলাপী রং। এই দুই রংয়ের মেশালে তার ব্যাটটা ভয়ঙ্করই দেখাচ্ছিল। হঠাৎ রাসেলের হাতে এই কালো ব্যাট কেন? ক্রিকেটের নিয়মেই বা কি বলে?

এদিকে কালো ব্যাট দিয়ে খেলা ক্রিকেটের নিয়মানুয়ী বৈধ কি না? এমন প্রশ্ন তুলেছেন সিক্সার্সের উইকেটরক্ষক ব্র্যাড হাডিন। তার জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, এক ক্রিকেটার যে কোনো রংয়ের ব্যাট দিয়ে খেলতে পারবেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন এমনই। ব্যাটের রংটা ক্লাবের প্রাথমিক রংয়ের মতোই হতে পারে। আবার কালোও হতে পারে।

তিনি আরো যোগ করেন, তবে আম্পায়ার যদি মনে করেন এই ব্যাট ম্যাচে কোনো ধরনের প্রভাব ফেলে, তাহলে তা পরিবর্তন করতে হবে।

No comments:

Post a Comment

Recent Posts Widget