জেনে নিন লা লীগা ম্যাচে মেসি ও রোনাল্ডো র সমীকরণ । ২১ হাজার মিনিট খেলে ২৭০ টি গোল করেছেন মেসি ও রোনাল্ডো | Messi & Cristiano Ronaldo - Goals Status For La Liga

২০০৯-এ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ২৪৭ গোল ও লা লীগা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ২৭০ গোল করেছেন। আর ২০০৯ থেকে এ পর্যন্ত লিওনেল মেসিও ২৫২ গোল ও লা লীগা ম্যাচে ২৭০ গোল করেছেন বার্সেলোনার হয়ে। দু’জনেরই গোল সমান।

পার্থক্য শুধু এই যে, রোনালদো মেসির চেয়ে পাঁচ ম্যাচ কম খেলেছেন। লা লীগায় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার রোনালদো খেলেছেন ২১ হাজার ২০৬ মিনিট।


অন্যদিকে বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা মেসি মাঠে ছিলেন ২১ হাজার ২১৮ মিনিট। 
  • সুতরাং, গোল করার ক্ষেত্রে দু’জন যেমন সমান, তেমনি খেলেছেনও তারা প্রায় একই সময়। 
  • রোনালদো প্রতি ৭৮.৫৪ মিনিটে একটি গোল করেছেন।
  • মেসিও খুব একটা পিছিয়ে নেই। প্রতি ৭৮.৫৯ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। 
  • রোনালদো অবশ্য একটি দিক দিয়ে মেসি থেকে পিছিয়ে।
  • মেসির তুলনায় রোনালদো সুযোগ নষ্ট করেছেন বেশি।
  • লক্ষ্যভেদে আর্জেন্টাইন তারকার সাফল্যের হার ২৮.৩৩ শতাংশ।
  • রোনালদোর শতকরা ২০.০৩ ভাগ।

No comments:

Post a Comment

Recent Posts Widget