চায়নায় পাড়ি দিলেন ব্রাজিলিয়ান পাতো

এবার চায়নায় ফুটবলে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রো পাতো। ১৫.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে চাইনিজ সুপার লিগের দল তিয়ানজিন কোয়ানজিয়ানে নাম লেখালেন ২৭ বছর বয়সী এ তারকা।

ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও এক এসি মিলান ছাড়া আর কোথাও থিতু হতে পারেননি পাতো। সর্বশেষ ইংলিশ জায়ান্ট চেলসির হয়েও বাজে সময় কেটেছে তার। ধারে খেলতে গিয়ে মাত্র দুই ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। 

২০১৬ মৌসুমে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন পাতো। তবে সেখান থেকে মাত্র পাঁচটি গোল আদায় করতে পেরেছেন। তাই কোচ ফ্রান এসক্রিবা তাকে ছেড়ে দিতেই বেশি আগ্রহ দেখায়। 
 
চাইনিজ ক্লাবে যোগ দেওয়ায় আর্থিকভাবে লাভবানই হচ্ছেন পাতো। যেখানে সপ্তাহে তিনি বেতন পাবেন ১ লাখ পাউন্ড। তবে এই লিগে মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ প্রচুর অর্থ ঢেলে ইউরোপের নামি ফুটবলারদের দলে নিয়ে নিজেদের খেলাকে উন্নত করতে চাইছে চায়না।

এর আগে চায়নিজ লিগে আর্জেন্টিনার তেভেজ, ব্রাজিলের অস্কার ও হাল্কের মতো তারকা ফুটবলাররা পাড়ি দিয়েছেন।

No comments:

Post a Comment

Recent Posts Widget