ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন স্টুয়ার্ট ল

ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সাবেক অসি ব্যাটসম্যান স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে ফিল সিমন্স বহিষ্কৃত হওয়ার পর এই পদ এতদিন খালি ছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন ল। চুক্তি হয়েছে দু’বছরের জন্য। ৪৮ বছর বয়সী ল এর আগে ২০১১তে শ্রীলংকা এবং ২০১১-১২তে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিংয়ের অন্যান্য ভূমিকায় ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটানসের প্রধান কোচ ছিলেন তিনি। ল এমন সময় দায়িত্ব নিচ্ছেন, যখন টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে খেলার সুযোগ না পাওয়া দলটি ওয়ানডেতে রয়েছে নয় নম্বরে। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে শংকায় প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। দলের ফলাফলে উন্নতি, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টে নেতৃত্ব দিতে ৪৮ বছর বয়সী ল’কে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার প্রধান চ্যালেঞ্জ হবে আগামী ৩০ সেপ্টেম্বরে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে জেসন হোল্ডারের দলকে রাখা। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

Recent Posts Widget