হেরে গিয়ে যে বাণী শোনালেন মুশফিক

বাণী শোনালেন মুশফিক। আজ আশা ছিলো, অতিমানবীয় ব্যাটিং করে ম্যাচ বাচানোর। সেটা পারেননি মুশফিকুর রহিমরা। ম্যাচশেষে অধিনায়ক বললেন, এই আশাটা পূরণ না হওয়ার কষ্ট আছে। তবে তারা আসলে হেরে গেছেন প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণে।
 
বোলিংটাও খুব ভালো হয়নি। তবে ব্যাটিংকেই মূল দায়টা দিলেন, ‘হ্যা, প্রথম ইনিংসই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমরা প্রথম ইনিংসেই অনেক লিড দিয়ে ফেলেছিলাম। আমার মনে হয় বোলাররা মোটামুটি ভালো করেছে। তবে অনেক বেশী বাজে বল করেছি, সহজ বাউন্ডারি দিয়েছি। তারপরও আমি মনে করি, প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে বড় লিড দেওয়াটাই পরাজয়ের মূল কারণ। 
তারপরও মুশফিক মনে করেন, আজ সুযোগ ছিলো ম্যাচ বাচানোর। সেটা করতে প্রথম সেশনটা ভালো করতে হতো। তা না পারায় ব্যর্থতা দেখছেন অধিনায়ক, ‘আমার ধারণা উইকেট ব্যাটিং করার জন্য এখনও অসাধারণ আছে। মনেই হচ্ছে না যে, পঞ্চম দিনের উইকেট। শেষ অবধি ব্যাপারটা দাড়িয়েছিলো যে, পঞ্চম দিনের প্রথম সেশনে আমরা কেমন করি। দূর্ভাগ্যজনকভাবে আমরা কয়েকটা উইকেট হারিয়ে ফেলি। আশা করি পরের টেস্টে ভালোভাবে ফিরে আসবো।’
 
শ্রীলঙ্কা দলকে অভিনন্দন জানাতে ভুল করেননি। মুশফিক বলছেন, পরের টেস্টে তারা শ্রীলঙ্কাকে আরও চ্যালেঞ্জ উপহার দেবেন, ‘রঙ্গনা ও তার দলকে অভিনন্দন। ব্যাটসম্যানরা একটু পরিকল্পনা মতো ব্যাটিং করতে পারলে ভালো ফল আশা করা যায়। বোলাররা জায়গায় বল করতে পারলে সবসময়ই আশা করার কিছু থাকে। আশা করি আগামী টেস্টে আরও ভালো পরিকল্পনা নিয়ে আসবো।’

No comments:

Post a Comment

Recent Posts Widget