ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা বসতে পারে এই আইপিএলে!

গত বার দেখা গিয়েছিল আম্পায়ারদের টুপিতে। এ বারে তার ডেবিউ হতে চলেছে ব্যাটসম্যানদের হেলমেটেও। সূত্রের খবর, এ বারের আইপিএলেই ব্যাটসম্যানদের হেলমেটে বসতে পারে ক্যামেরা।

ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা লাগানোর দাবিটা অবশ্য উঠেছিল গত বছরই। আইপিএল কর্তৃপক্ষের সেই দাবি অবশ্য মেনে নেয়নি বিসিসিআই। এ বছরও বিষয়টি রয়েছে বিসিসিআইয়ের টেবিলেই। তবে সূত্রের খবর, এ বারে তা মেনে নেওয়ার সম্ভাবনাই প্রবল। আর তা যদি হয় তবে দর্শক ম্যাচের একেবারে রিয়েল টাইম ভিউ পাবেন। অর্থাত্ ব্যাটসম্যানরা কেমন ভাবে বল দেখেন, কোন শট কী ভাবে মারেন, তা একেবারে হাতে গরম দেখতে পাবেন দর্শক। সূত্রের খবর, ব্যাটারি-সহ ক্যামেরার ওজন হবে একশো গ্রাম।

ব্যাটসম্যানদের হেলমেটে এই ধরনের ক্যামেরার ব্যবহার অবশ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যাটসম্যানরা হেলমেটে ক্যামেরা লাগিয়েই খেলেন। এ বার পালা আইপিএলের।

@আনন্দবাজার

No comments:

Post a Comment

Recent Posts Widget