টেস্ট
সিরিজ শেষ করে ইতোমধ্যে দেশেও ফিরে এসেছেন পেসার শফিউল ইসলাম। তবে তাকে
আবার যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইনজুরির কারণে আরেক পেসার মুস্তাফিজুর
রহমান দল থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন শফিউল।
বুধবার
পার্লে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়
ওয়ানডে অনুষ্ঠিত হবে। রবিবার কিম্বার্লিতে প্রথম ম্যাচে ১০ উইকেটের লজ্জার
হারের পর সোমবারই কেপটাউনে যায় মুশফিক বাহিনী। এদিকে কথা থাকলেও্ সোমবার
মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু
সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নিযে মুস্তাফিজের
স্ক্যান করানো হবে।
মুস্তাফিজের
পরিবর্তে দলে কে আসবে এ বিষয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘ওর জায়গায় শফিউল
আসবে। সে ওয়ানডে না টি-টোয়েন্টির জন্য, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
এছাড়া
তামিমও সেরে ওঠেছেন বলে জানান দলের ম্যানেজার। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়ান
মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। সেদিন আর ফিল্ডিংয়ে নামেননি
মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলেও উল্লেখ করেন মিনহাজুল আবেদীন।
No comments:
Post a Comment