মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ

মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ
ইউরোপের সেরা ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। রয়েছে উল্লেখযোগ্য সাফল্যও। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনি। তার অধীনে গত মৌসুমে ম্যানইউ বড় কোনো শিরোপা জিততে পারেনি, তবে এবার মৌসুমের শুরুতেই দারুণ ফর্মে আছে দলটি।
মরিনহোর দিকে তাই এবার চোখ রাখছে ইউরোপের বড় ক্লাবগুলো। সেকথা আাঁচ করতে পেরে ওল্ড ট্রাফোর্ডে ধরে রাখতে মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তি নবায়নে প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানইউ। মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তির ১৮ মাস অতিবাহিত করেছেন। এবার সেই চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানইউ। সেক্ষেত্রে বড় অঙ্কের অর্থের অফারও দেওয়া হতে পারে তাকে। 
 
পোর্তো, বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসির মতো সেরা ক্লাবগুলোতে কোচিংয়ের ঝলমলে ক্যারিয়ার মরিনহোর। ক্লাবের গণ্ডি পেরিয়ে এবার নাকি আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ের স্বপ্ন দেখছেন মরিনহো। তার এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে ম্যানইউ কর্তৃপক্ষ। চুক্তি নবায়ন নিয়ে নড়েচড়ে বসেছে দলটি।

No comments:

Post a Comment

Recent Posts Widget