অপরাজিত থাকার নতুন রেকর্ড রিয়ালের

টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগে দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে জয়ের মাধ্যমে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে দলটি।
এর আগে টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড ছিল মাদ্রিদের। ১৯৮৮ সালের অক্টোবর থেকে ১৯৮৯ সালের এপ্রিল পর্যন্ত লিও বিনহেকের-এর অধীনে এই রেকর্ড গড়েছিল দলটি।
কিন্তু রিয়ালের জন্য এমন একটা রেকর্ড গড়া বেশ কঠিন ছিল। বিশেষত শেষ ম্যাচে লা করুনার সঙ্গে জয় নয়, কোন মত ড্রয়ের কথা ভাবছিলেন কোচ জিনেদিন জিদান। রিয়ালের আক্রমণভাগের তিন স্তম্ভ ক্রিশ্চিয়ান রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজিমাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। দীর্ঘ দিন বেঞ্চে থাকা মারিয়ানো ডিয়াজ এদিন ছিলেন রিয়ালে ত্রাণকর্তা। দেপোর্তিভো লা করুনার কাছে যখন দল হারতে বসেছিল তখন সমতা নিয়ে আসেন মারিয়ানো। এরপর অধিনায়ক রামোসের গোলে জয় নিশ্চিত করে ইতিহাসে নাম লেখান জিদানের শিষ্যরা।
এই দীর্ঘ অপরাজিত থাকার পথে তারা বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে। অপরাজিত থাকা ৩৫ ম্যাচের মধ্যে ২৬টি জয় ও ৯ ম্যাচে ড্র করে রিয়াল। গোল ডটকম।

No comments:

Post a Comment

Recent Posts Widget