সিপিএলে নতুন দলে গেইল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আগামী মৌসুমে নতুন দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। সিপিএলের প্রথম চার আসরে জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলা গেইল পঞ্চম আসরে খেলবেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টসে।
 
নতুন চুক্তিতে সেন্ট কিটস এন্ড প্যাটরিয়টসে যোগদানের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গেইল। তিনি বলেন, 'আগামী মৌসুমে সেন্ট কিটসের হয়ে খেলবো। গেল চার মৌসুমে জ্যামাইকার হয়ে খেলতে পেরে নিজেকে গর্বিত লাগছে। সেখানে দারুণ সময় কাটিয়েছি আমি। দলটির মালিক ও ম্যানেজমেন্ট দারুণ ছিলো। আমাকে সর্বদা শতভাগ সহায়তা করেছেন তারা। যেহেতু এটি ফ্র্যাঞ্চাইজি লীগ তাই যেকোন দলে খেলার সুযোগ থাকে। এবার নতুন দলে খেলার সুযোগ এসেছে। আগামী মৌসুমে ভাল করার আশা করছি।'
 
জ্যামাইকার হয়ে গেল চার মৌসুমের মধ্যে ২০১৩ ও ২০১৬ দু'বার চ্যাম্পিয়নের স্বাদ পান গেইল। সদ্যই বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলে গেছেন তিনি। তবে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি গেইল। পাঁচ ইনিংসে ১০৯ রুান করেছেন গেইল।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget