শ্রীলঙ্কা সফরে অজিদের কোচ পন্টিং

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পির সাথে একসঙ্গে কাজ করবেন।

৪১ বছর বয়সী পন্টিং এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন।

আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এর ১৬ ঘণ্টা পরই ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার টেস্ট ম্যাচ খেলতে নামবে স্টিভেন স্মিথের দলটি। তাই, টি-টোয়েন্টির দলটিকে নিয়ে কাজ করার জন্য আলাদা কোনো কোচ চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

নভেম্বরে পন্টিং বলেছিলেন, তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, আমি সবসময়ই বলেছি যে অবসরের পর ক্রিকেটের সঙ্গেই থাকবো। আর জাস্টিন ল্যাঙ্গার ও গিলেস্পিদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগের হবে।

তিনি আরো বলেন, টি-টোয়েন্টিতে আমাদের দারুণ কিছু প্রতিভা আছে। আমি তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।  ক্রিকইনফো।

ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget