চান্দিমালের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

নিজেদের শততম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গেছেন লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথ। সাকিবের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে তিনি ৯১ বলে ২৫ রান করেন। এরপর সুরঙ্গা লকমালকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল। ৩০০ বল মোকাবেলায় ১৩৮ রান করে মিরাজের বলে মোসাদ্দেকের তালুবন্দি হন তিনি, দলীয় ৩০৫ রানে।

প্রতিবেদন পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩১০/৯। সুরঙ্গা লকমাল ১১ এবং সাদাকান ১ রানে ক্রিজে আছেন।বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। তবে শুরু থেকেই ব্যাটসম্যানদের কোণঠাসা করে রাখে টাইগার বোলাররা।

তবে মোস্তাফিজ-মিরাজদের বিপক্ষে একাই লড়ছেন দিনেশ চান্ডিমাল।প্রথম দিন শেষে শ্রীলংকা ৭ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি, মোস্তাফিজ ও সাকিব দুটি করে এবং তাইজুল ও শুভাশিষ রায় একটি করে উইকেট তুলে নিয়েছেন।

No comments:

Post a Comment

Recent Posts Widget