ইউরোপিয়ার সর্বোচ্চ গোল মেসির



ইউরোপিয়ার লিগগুলোর চ্যাম্পিয়নরা ট্রফি হাতে তুলেছে। লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা কারা তাও ঠিক হয়ে গেছে। সবার ওপরে বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। ইউরোপিয়ান সেরার পুরস্কার গোল্ডের স্যু-মেসির দখলে যাচ্ছে। ইপিএল ও বুন্দেস লিগায় শেষ মুহুর্তে এসে নির্ধারিত হয়েছে সেরা গোলদাতা।

লা লিগায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ব্যর্থ বার্সেলোনা। শেষদিনের নাটকীয়তায় জয়ী রিয়াল, বার্সার হতাশায় প্রাপ্তি লিওনেল মেসির জোড়া গোল।

১৬-১৭ মৌসুমে দলের শূন্যতার মাঝেও উজ্জ্বল-দ্যুতিময় মেসি। গোল করায় সবার ওপরে। ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ ৩৭ গোল আর্জেন্টাইন যাদুকরের। ক্যারিয়ারের চার নম্বর পিচিচি ট্রফি বাগিয়েছেন। এবার হাতে তুলবেন ইউরোপিয়ান গোল্ডেন স্যু।

মেসির ধারে কাছে এডিনসন কাভানি আর বাস দস্ত। ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলায় ৩৫ গোলেও কাভানির পয়েন্ট সাড়ে ৫২। যেখানে ৩৭ গোলে মেসির পয়েন্ট ৭৪। পর্তুগীজ স্পোর্টিং সিপির বাস দস্ত এরপরেই।

জমাট ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল হ্যারি কেইনের। শেষ দুই ম্যাচে সবার ধরাছোয়াঁর বাইরে চলে গেছেন স্পার্স ফরোয়ার্ড। দুই হ্যাটট্রিকসহ কোরেছেন সাত গোল। লুকাকুকে টপকে গোল্ডেন বুট কেইনের। টানা দুই মৌসুমে ইপিএলের সেরা তিনি।

জার্মানিতে শেষ দিনে পিয়েরে অবামেয়াংয়ের বাজিমাত। শেষদিন গোল পাননি রবার্ট লেওয়ানডস্কি। ওখানে অবামেয়াংয়ের জোড়া। এক গোলের ফারাকে বুন্দেস লিগার নাম্বার ওয়ান ডর্টমুন্ড স্ট্রাইকার।

সেরি আয়, এক ম্যাচ বাকি। ইতালিয়ান লিগের সেরা ইডেন জেকোর ঝুলিতে ২৮ গোল। নাপোলির মার্টিনের গোল একটা কম।

No comments:

Post a Comment

Recent Posts Widget