বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার

বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার
ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কোচ হয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের এই আধিপত্য দেখা গেছে ফিফার বর্ষসেরা একাদশেও। এই ক্লাব থেকেই একাদশে স্থান পেয়েছেন মোট পাঁচজন।
 
এছাড়া বর্ষসেরা একাদশে অন্য দলগুলোর মধ্যে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে দুজন, ফরাসি ক্লাব পিএসজি থেকে দুজন, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান থেকে একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে।
 
গত বছরের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল ন্যুয়েরের জায়গায় এসেছেন জিয়ানলুইজি বুফন, বার্সেলোনার জেরার্ড পিকের জায়গায় এসেছেন এসি মিলানের লিওনার্দো বনোচি এবং লুইস সুয়ারেজের জায়গায় স্থান পেয়েছেন নেইমার।
 
বর্ষসেরা একাদশ-২০১৭ : গোলরক্ষক- জিয়ানলুইজি বুফন; রক্ষণভাগ-দানি আলভেজ, মার্সেলো, সার্জিও রামোস, লিওনার্দো বনোচি; মাঝমাঠ: লুকা মডরিচ, টনি ক্রুস ও আন্দ্রেস ইনিয়েস্তা এবং আক্রমণভাগ : লিওলেন মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো।  
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget