পিঠে
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টুয়েন্টি টুয়েন্টি সিরিজে খেলতে
পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। ফলে টি-২০ সিরিজে দলের
নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি। ডু- প্লেসিসের জায়গায়
টি-২০ দলে সুযোগ পেলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।
ইস্ট
লন্ডনের বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ৯১
রানের ইনিংস খেলার পথে ইনজুরিতে পড়েন ডু- প্লেসিস। বাধ্য হয়ে অবসর নেন
তিনি। এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি। পরবর্তীতে কেপটাউনে ফিরে যান ডু-
প্লেসিস। এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। অবশ্য মাঠে ফেরার কোন তাগাদা
নেই ডু- প্লেসিসের সামনে। কারণ, বক্সিং ডে’র আগে দক্ষিণ আফ্রিকার
আন্তর্জাতিক কোন ম্যাচ নেই।
তবে
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগের প্রতিযোগিতা রয়েছে।
টি-২০ গ্লোবাল লিগের পরিবর্তে এটি অনুষ্ঠিত হবে। পুরোপুরি সুস্থ হলেই
টাইটান্সের হয়ে মাঠে দেখা যাবে ডু- প্লেসিসকে।
ডু-প্লেসিসের
ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার তালিকাও বেশ বড় হলো। ইনজুরির তালিকায় আগেই নাম
লিখিয়েছেন- ডেভিড মিলার, ওয়েন পার্নেল, মরনে মরকেল, ভারনন ফিলান্ডার, ডেল
স্টেইন, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি ও ডোয়াইন ওলিভার।
বাংলাদেশের
বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও, টি-২০ সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে
পেসার কাগিসো রাবাদা ও স্পিনার ইমরান তাহিরকে। তবে দলে আছেন অভিজ্ঞ খেলোয়াড়
এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা।
No comments:
Post a Comment