হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা
ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দেখতে অতিথি হয়ে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। খেলায় তিনি সমর্থন যোগান দলটিকে। প্রথমার্ধের খেলা শেষে তিনি নিজ নাম স্বমলিত হটস্পারের জার্সি প্রদর্শন করেন। আর্জেন্টাইন এই ফুটবল লিজেন্ডের উপস্থিতিতেই লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় স্পাররা।
দলটির কোচ মৌরিকো পচেত্তিনো আর্জেন্টিনার সাবেক ফুটবলার। ম্যারাডোনার উপস্থিতিতে দুর্দান্ত উচ্ছ্বসিত টটেনহ্যাম কোচ বলেন, ‘আমি তাকে ম্যাচের আগেই দেখেছি। তাকে দেখে আমি আবেগাপ্লুত হই। তাকে রেখে ডাগআউটটে যাওয়াটা কঠিন ছিল। কারণ যখন দেখবে তোমার সামনে ম্যারাডোনার মতো ফুটবলার তখন সবাই তার সঙ্গেই থাকতে চাইবে।
ম্যারাডোনার সঙ্গে নিউওয়েল ওল্ড বয়েজে কাটানো সময়ের কথা স্মরণ করে পচেত্তিনো বলেন, ‘প্রায় ২০ বছর আগে তার সঙ্গে সময় কাটিয়েছি। সে ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়। তাই তার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত্ব রোমাঞ্চকর। সে দুর্দান্ত একজন ব্যক্তি।’
ইত্তেফাক/

No comments:

Post a Comment

Recent Posts Widget