সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি

সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি
টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। ইস্ট লন্ডনে রবিবার শেষ ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
দুটি টেস্ট ‍ও তিনটি ওয়ানডের পর বাংলাদেশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ২৬ ও ২৯ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। মাশরাফি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর এই সিরিজে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এই সিরিজ নিয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘সাকিবের দৃঢ়তার পরীক্ষার কিছু নাই। আমার মনে হয়, সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে ও আমাদের সেরা একজন। অবশ্যই ওর একার দ্বারা এটা সম্ভব হবে না। যদি দল হিসেবে সবাই খেলতে পারে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে।’
মাশরাফি এক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন শ্রীলঙ্কার সাম্প্রতিক সফরকে। চলতি বছরই দক্ষিণ আফ্রিকা সফরে সব ওয়ানডে ও টেস্ট হারার পরও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যতদূর জানি, টেস্ট, ওয়ানডে সব কিছু হেরেও শ্রীলঙ্কা ওদের সঙ্গে টি-টোয়েন্টি জিততে পেরেছিল। আমার মনে হয়, বাংলাদেশের পক্ষেও ওদের টি-টোয়েন্টিতে হারানো সম্ভব।’
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget