নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ
লালকার্ড পাওয়া নেইমারের পাশে দাঁড়ালেন পিএসজি কোচ উনাই রিমেরি| ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লালকার্ড দেখানো অন্যায্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্সেইর বিপক্ষে ২-২ গোলে ড্র করা এই ম্যাচে পিএসজি তারকা নেইমার ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান।
মার্সেইর খডিফেন্ডার লুকাস ওকাম্পোস যখন নেইমারকে চ্যালেঞ্জ করেন, তখন উত্তেজিত হয়ে যান নেইমার। এতেই রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। রেফারির এমন সিদ্ধান্তের প্রতিবাদে পিএসজি কোচ বলেন, ‘তাকে (নেইমার) মাঠের বাইরে পাঠানোয় আমরা হতাশ। কারণ তাকে ম্যাচে বারবার ফাউল করা হচ্ছিল। আমি মনে করি রেফারি নিজেও বিষয়টি ভালভাবে অনুধাবন করবেন। আমরা অবশ্যই দলের খেলোয়াড়ের সুরক্ষা চাইব।’
তিনি আরও বলেন, ‘নেইমারকে দেখানো হলুদ কার্ড ন্যায্য হয়নি। সে খেলতে চায়, কিন্তু প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বাধা দেয়া হচ্ছে। আমার মনে হয় এটা সবারই দায়িত্ব যে উভয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সুরক্ষা দেয়া।’
ইত্তেফাক/

No comments:

Post a Comment

Recent Posts Widget