ঝড়ো ইনিংসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড বইয়ে ওয়ার্নার

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।
 
টেস্ট ইতিহাসে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড দখলে আছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বলে দ্রুত হাফ-সেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়েন মিসবাহ।
 
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উসমান খাজার সাথে ইনিংস শুরু করেন ওয়ার্নার। পাকিস্তানের বোলারদের উপর বিধ্বংসী রুপ নিয়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালান তিনি। তা করতে গিয়ে ২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে নেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৮টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫৫ রানে থামেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
 
টেস্ট ক্রিকেটে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়া শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
 
বল খেলোয়াড় প্রতিপক্ষ ভেন্যু বছর
২১ মিসবাহ-উল-হক (পাকিস্তান) অস্ট্রেলিয়া আবুধাবি ২০১৪-১৫
২৩ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) পাকিস্তান সিডনি ২০১৬-১৭
২৪ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) জিম্বাবুয়ে কেপটাউন ২০০৪-০৫
২৫ শেন শিলিংফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ) নিউজিল্যান্ড কিংস্টন ২০১৪
২৬ শহিদ আফ্রিদি (পাকিস্তান) ভারত ব্যাঙ্গালুরু ২০০৪-০৫
 
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget