প্রথম ভারতীয় হিসেবে বিদেশি টি-টোয়েন্টি লিগে ইউসুফ

ইতিহাস তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। প্রথম ভারতীয় হিসেবে দেশের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এই সুযোগ পেলেন ইউসুফ।
বর্তমানে দেশ-বিদেশে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে নানান দেশের ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয়। তবে ভারতের টুর্নামেন্ট আইপিএল ছাড়া অন্যান্য টুর্নামেন্টে দেখা মিলে না ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের। 
তবে আসন্ন হং কং লিগে খেলার জন্য ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন ইউসুফ পাঠান। ৮ মার্চ শুরু হবে হং কং লিগ। সেখানে কওলুন ক্যান্টন্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন ইউসুফ।
তার দলে আরো খেলবেন পাকিস্তানি অলরাউন্ডরা শহীদ আফ্রিদি, স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলিওড। ইউসুফ বলেন, ‘অনাপত্তিপত্র দেয়ায় আমি বিসিসিআই ও বিসিএকে ধন্যবাদ জানাতে চাই। আমি এ টুর্নামেন্ট নিয়ে বেশ উত্তেজিত।’

No comments:

Post a Comment

Recent Posts Widget