পরিসংখ্যানের আলোয় টেস্টে বাংলাদেশ শ্রীলংকা কিছু সমীকরণ

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ-৬৩৮, গল, ২০১৩
শ্রীলংকা-৭৩০/৬ ডিক্লেয়ার, ঢাকা, ২০১৪

দলীয় সর্বনিন্ম
বাংলাদেশ-৬২, কলম্বো, ২০০৭
শ্রীলংকা-২৯৩, ঢাকা, ২০০৮

সবচেয়ে বেশি রানের ম্যাচ
১৬১৩ রান, গল, ২০১৩

সবচেয়ে কম রানের ম্যাচ
৬৪৪ রান, কলম্বো, ২০০৫


সবচেয়ে বড় জয়
শ্রীলংকা-ইনিংস ও ২৪৮ রান, ঢাকা, ২০১৪

সবচেয়ে বেশি রান
বাংলাদেশ-১০৯০ রান, মোহাম্মদ আশরাফুল
শ্রীলংকা-১৮১৬ রান, কুমার সাঙ্গাকারা

সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ-মুশফিকুর রহিম
২০০, গল, ২০১৩
শ্রীলংকা-কুমার সাঙ্গাকারা
৩১৯, চট্টগ্রাম, ২০১৪

সর্বোচ্চ গড়
বাংলাদেশ-৪৫.৪১, মোহাম্মদ আশরাফুল
শ্রীলংকা-৯৫.৫৭, কুমার সাঙ্গাকারা

সবচেয়ে বেশি সেঞ্চুরি
বাংলাদেশ-৫, মোহাম্মদ আশরাফুল
শ্রীলংকা-৭, কুমার সাঙ্গাকারা

সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ-৮, মোহাম্মদ আশরাফুল
শ্রীলংকা-১৬, কুমার সাঙ্গাকারা

সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ-২৪, শাহাদাত হোসেন
শ্রীলংকা-৮৯, মুত্তিয়াহ মুরালিধরন

ইনিংস সেরা বোলিং
বাংলাদেশ ৫/৭০, সাকিব আল
হাসান, ঢাকা, ২০০৮
শ্রীলংকা-৭/৮৯, রঙ্গনা হেরাথ
কলম্বো, ২০১৩

ম্যাচ সেরা বোলিং
বাংলাদেশ-৬/২০৪, সাকিব আল
হাসান, ঢাকা, ২০০৮
শ্রীলংকা-১২/৮২, মুরালিধরন, ক্যান্ডি, ২০০৭

সবচেয়ে বেশি পাঁচ উইকেট
বাংলাদেশ-২, সাকিব আল হাসান
শ্রীলংকা-১১, মুরালিধরন

সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ-১৫, খালেদ মাসুদ
শ্রীলংকা-২৯, প্রসন্ন জয়াবর্ধনে

এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ-৫, মুশফিকুর রহিম, কলম্বো, ২০১৩
শ্রীলংকা-৭, প্রসন্ন জয়াবর্ধনে, চট্টগ্রাম, ২০০৯

সবচেয়ে বেশি ক্যাচ
বাংলাদেশ-৮, শাহরিয়ার নাফীস
শ্রীলংকা-১৭, মাহেলা জয়াবর্ধনে

সবচেয়ে বড় জুটি
বাংলাদেশ-২৬৭, আশরাফুল ও
মুশফিকুর, গল, ২০১৩
শ্রীলংকা-৩১১, সাঙ্গাকারা ও
জয়াবর্ধনে, ক্যান্ডি, ২০০৭

সবচেয়ে বেশি ম্যাচ
বাংলাদেশ-১৩, মোহাম্মদ আশরাফুল
শ্রীলংকা-১৫, কুমার সাঙ্গাকারা

No comments:

Post a Comment

Recent Posts Widget