অশ্বিনের হাত ধরে ব্যাঙ্গালুরু টেস্ট জিতল ভারত

বিশ্বসেরা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্ট চতুর্থ দিনেই জিতে নিলো স্বাগতিক ভারত। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ৬ উইকেট শিকারে সিরিজের দ্বিতীয় টেস্ট ৭৫ রানে জিতল টিম ইন্ডিয়া। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা আনল ভারত। 
 
নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ১২৬ রানে এগিয়ে ছিলো ভারত। দলীয় স্কোর ছিলো ৪ উইকেটে ২১৩ রান। তবে চতুর্থ দিন লিডটাকে খুব বেশি বড় করতে পারেনি টিম ইন্ডিয়া। পেসার জশ হ্যাজেলউডের বোলিং তোপে ২৭৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে অস্ট্রেলিয়ার সামনে ১৮৮ রানের টার্গেট দাড় করায় ভারত।
 
৭৯ রান নিয়ে দিন শুরু করে ৯২ রানে থামেন চেতেশ্বর পূজারা। আর ৪০ রানে শুরু করে ৫২ রানে আউট হন আজিঙ্কা রাহানে। এছাড়া উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ২০ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৬৭ রানে ৬ উইকেট নিয়েছেন।
 
জবাবে শুরু থেকেই দেখেশুনে খেলছিল অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ৪ উইকেটে ১০১ রানে পৌঁছেও যায় তারা। তাতে জয়ের স্বপ্ন দেখছিলো অসিরা। কিন্তু ২৬তম ওভারের শেষ বল থেকেই লণ্ডভণ্ড হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। পরের ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে নাটকীয় জয়ের স্বাদ পায় ভারত।
 
অশ্বিন ৪১ রানে ৬টি ও উমেশ যাদব ৩০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের লোকেশ রাহুল। ম্যাচের দু’ইনিংসে যথাক্রমে ৯০ ও ৫১ রান করেন রাহুল। রাঁচিতে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ক্রিকইনফো।
 
ইত্তেফাক/

No comments:

Post a Comment

Recent Posts Widget