চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকা প্রস্তুত: ডি ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকা পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। পাঁচ ওয়ানডে সিরিজে অকল্যান্ডে অনুষ্ঠিত শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করে প্রোটিয়ারা।
 
অকল্যান্ডে এ জয়টা প্রোটিয়াদের কাছে বিশেষ কিছু কেননা, ২০১৫ বিশ্বকাপে এ ভেন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনালে এই কিউইদের বিপক্ষে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর প্রোটিয়ারা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন বলে মনে করছেন তিনি। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের পর আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজ দল পুরোপুরি তৈরী বলে জানান ডি ভিলিয়ার্স।
 
ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, এই সিরিজ জয়ের ক্ষেত্রে কিছুটা আবেগও কাজ করেছে। বিশেষ করে চাপকে মোকাবেলা করা। এই জয়টি আমরা উপভোগ করেছি। তবে বিশ্বকাপে সেমি-ফাইনালে হারের জ্বালা এটি দিয়ে পুরণ করা যাবে না। সেটি কখনো মুছে যাবে না।
 
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি জয়ের আগেও এই মৌসুমটি দারুণভাবে কাটিয়েছে প্রোটিয়ারা। প্রথমে আয়ারল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করেছে তারা। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের বিষয়ে বেশ ইতিবাচক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
 
তিনি আরো বলেন, এই সফরটির আগেই নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ তৃপ্ত ছিলাম আমরা। তবে এই সিরিজে আমাদেরকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। এখন সত্যিকার অর্থেই বলতে পারি যে আমরা প্রস্তুত। 
 
তবে এই মুহূর্তে এটি বলা উচিত হবে না যে আমরা এই শিরোপাটি জয় করতে চলেছি। যদিও আমি মন থেকে সেটি বিশ্বাস করি। তবে কেউই এই ধরনের আগাম কথা বলতে পারে না। আমরা জয়ের লক্ষ্য নিয়েই সেখানে (ইংল্যান্ডে) যাব। আমি মনে করি সে জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সবকিছু ঠিক-ঠাক থাকলে টুর্নামেন্টটির শেষ ম্যাচ পর্যন্ত আমরা সেখানে থাকব।
 
বৈচিত্র্যময় এই পিচে মাত্র ১৪৯ রানে প্রেটিয়া বোলাররা ব্ল্যাক ক্যাপসদের আটকে দেয়ার পর ম্যাচটি জয় করা সময়ের ব্যাপারই মনে করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাটিংয়ের শুরুতে দ্রুত তিনটি উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ফাফ ডু প্লেসিসকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ডি ভিলিয়ার্স। পরে ডেভিড মিলারকে সঙ্গী করে ছয় উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন টেস্ট অধিনায়ক ডু প্লেসিস।
 
ম্যাচে কঠিন পরিস্থিতি সামাল দেয়ার ধরনে তৃপ্ত ডি ভিলিয়ার্স। তিনি বলেন, আজকের ম্যাচে পুরো দল বেশ ভালভাবে চাপ সামাল দিয়েছে। অতীতের চেয়ে অনেক বেশি চাপ আজ অনুভব করেছি। প্রতিপক্ষ আসলেই খুব ভাল বল করেছে, যা খেলাটিকে কঠিন করে তুলেছিল।
 
প্রোটিয়া অধিনায়ক বলেন, আমাদের ব্যাটসম্যানদের সবার মধ্যেই ইতিবাচক একটি মনোভাব দেখা গেছে। যা অনন্য একটি বিষয়। অতীতে এমন পরিস্থিতিতে আমরা ভেঙ্গে পড়তাম। চাপ সামাল দিতে পারতাম না। দারুণ দক্ষতা দিয়ে আমরা নিজেদেরকে সেখান থেকে বের করে এনেছি। এটি সঠিক পথে যাওয়ার একটি দারুণ পদক্ষেপ।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget