মাশরাফিকে হারানোর ব্যথা ছুঁয়ে গেছে সতীর্থদের

বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মঙ্গলবারই জানিয়েছেন যে লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজ হবে তার ক্যারিয়ারের শেষ টি-২০ সিরিজ। এরপর টি-২০ এর জন্য ব্যাট-বল তুলে রাখবেন আলমাড়িতে।  
মাশরাফির এই হঠাৎ অবসরের ঘোষণায় বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। দেশের অগণিত ভক্তদের সঙ্গে নড়াইল এক্সপ্রেসের সতীর্থদেরও মন খারাপ তাঁর অবসরের ঘোষণায়। মাশরাফি বন্দনায় মেতে উঠেছেন জাতীয় দলে সিনিয়র খেলোয়ার ও মাশরাফির দীর্ঘদিনের সতীর্থ মুশফিক, তামিম, রিয়াদ ও তাসকিন। অবশ্য মাশরাফির অবসর নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুকে মাশরাফিকে নিয়ে এখনো কিছু দেখা যায় নি।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে লিখেছে, মাশরাফিকে ছাড়া আমাদের সবার জন্য বাংলাদেশ দল চিন্তা করা অকল্পনীয়। তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। তোমার অধীনে খেলা আমরা প্রতিটা খেলোয়ার অনেক গর্বিত।
 
তামিম নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফির ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘মাশরাফি ভাইকে নিয়ে যাই বলি, তাই কম হবে। তার হয়তো কোনও বিশ্বরেকর্ড নেই, নেই ৪০০ বা ৫০০ উইকেট। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সে তার কীর্তি ঠিকই রেখে গেছে। তার অধীনে বাংলাদেশ দলের এই পরিবর্তন ও উদ্যম বিশ্বরেকর্ডের চেয়েও বিশেষ কিছু আমার কাছে। আমার কাছে মাশরাফিই জীবন্ত কিংবদন্তি।’

মাহমুদউল্লাহ রিয়াদ মাশরাফিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘মাশরাফি ভাই প্রথমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে আপনার অবদানের জন্য অভিনন্দন জানাই। আমরা আপনাকে খুবই মিস করবো, বিশেষ করে আমি। আপনি আমার ভাই ও বন্ধু। যার কাছে সব কিছুই শেয়ার করতে পারি। আপনি আসলেই একজন যোদ্ধা। আপনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। ম্যাশ আপনাকে আমরা সবাই ভালোবাসি।’
তাসকিন অবশ্য ভিন্নভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ২২ গজে তামিম-মাশরাফির সম্পর্কটা ভিন্নমাত্রাই নিয়েছিল। অফ ফিল্ডেও নিজেদের সখ্যতা সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুবার দেখিয়েছেন দুজন। কিকেট মাঠে তাসকিন-মাশরাফির ‘চেস্টবাম্প’ রুপকথার অংশ হয়ে গেছে। সেই তাসকিন লিখেছেন, ‘জানি না আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো..জাতীয় দলের অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আইডল. আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু .. সব সমস্যার সমাধক হিসেবেও বার বার আপনাকেই জালাবো ১০০% সিওর ..ভাইয়া জীবনে যাদেরকে অফুরন্ত ভালোবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম .অনেক কিছু নেওয়ার বাকি আছে আপনার কাছে থেকে. শেখার আশার অপেক্ষায় থাকলাম।’
 
ইত্তেফাক 
 

No comments:

Post a Comment

Recent Posts Widget